পোশাককর্মীর ‘চিৎকার শুনে ধর্ষককে’ ধরল টহলরত পুলিশ
নাটোরের সিংড়া উপজেলায় এক পোশাককর্মীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আবু সাইদ নামের এক যুবককে আটক করা হয়েছে।
ভুক্তভোগীর বরাত দিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে পৌঁছান ওই পোশাককর্মী। ওই সময় আবু সাইদ নামের এক যুবক তাঁকে উপজেলার জামতলী বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে সেখানে থাকা একটি অটোরিকশায় তুলে নেন। পরে চৌগ্রাম এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের পাশে নির্জন স্থানে ওই নারীকে টেনে-হিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে চালককে তাড়িয়ে দেন সাইদ। এরপর রাস্তার পাশেই ওই নারীকে ধর্ষণ করেন তিনি।
এসপি আরও জানান, ওই সময় পোশাককর্মীর চিৎকার শুনে মহাসড়কে টহলরত পুলিশ গিয়ে সাইদকে আটক করে এবং ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।