প্রতিবেশিকে খুন করে গণপিটুনিতে প্রাণ হারাল মানসিক রোগী!
নিজের মা-বাবাকে কুপিয়ে জখম করার পর তাকে আটক করতে আসা প্রতিবেশিকে কুপিয়ে হত্যা করেছে এক মানসিক ভারসাম্যহীন যুবক। পরে ক্ষুব্ধ জনতা তাকেও পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক গলাচিপা এলাকায়।
মানসিক রোগী মঞ্জু চাকমার (৩০) আঘাতে নিহত হন সরল চাকমা (৫০)। এরপরই ঘটনাস্থলে উপস্থিত হওয়া ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে সেই মানসিক রোগীও মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঘাতক মঞ্জু চাকমা তার মা কালোচুলি চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। স্ত্রীকে বাঁচাতে তার বাবা রত্ন কুমার চাকমা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে মঞ্জু চাকমা পালিয়ে যায়। পরে আহত রত্নকুমার চাকমাকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক রত্নকুমারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়।
স্থানীয়রা আরও জানান, এ ঘটনার পরে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলের দিকে মঞ্জু চাকমাকে পালিয়ে যেতে দেখে আটকের চেষ্টা করে এলাকাবাসী। এসময় তাকে ধরতে গেলে সরল চাকমা (৫০) নামের এক স্থানীয়কেও ধারালো দায়ের কোপে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতা মঞ্জুকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সারোয়াতলি ইউনিয়নের চেয়ারম্যান অতুল বিহারি চাকমা বলেন, ‘মঞ্জু একজন মানসিক রোগী, সে আগের দিন রাতে তার মা ও বাবাকে কুপিয়ে আহত করে, পরের দিন সে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরতে গেলে তার হাতে থাকা দায়ের কোপে সরল চাকমা নামের একজন স্থানীয় লোক মারা যায়। পরে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তারে পিটুনি দিলে সেও ঘটনাস্থলে মারা যায় বলে জেনেছি।’
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে দুইজন মারা গেছে বলে জেনেছি। মঞ্জু চাকমা মানসিক রোগী বলে সংবাদ পাই আমরা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। খুবই দুঃখজনক। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কারণে এই ঘটনাটি হলো। যতুটুকু জেনেছি, মঞ্জু চাকমা নামের ওই ব্যক্তি প্রথমে তার বাবা-মাকে আহত করে, তার আঘাতে একজন প্রতিবেশি মারা গেছে এবং পরে স্থানীয়দের আঘাতে তারও মৃত্যু হয়েছে।’