প্রধানমন্ত্রীর বিনামূল্যে করোনার টিকাদান পৃথিবীতে বিরল ঘটনা : চিফ হুইপ
হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর বিনামূল্যে করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচি পৃথিবীতে একটি বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কথা বলেন।
নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে মহামারি করোনা পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। তিনি যেভাবে আমাদের ব্যবসায়ীদের সহায়তা করেছেন, যেভাবে মানুষকে আর্থিক সাহায্য, খাদ্য সহায়তা, সুরক্ষা ব্যবস্থা, টিকা কর্মসূচি নিয়েছেন। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর বিনামূল্যে করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচি পৃথিবীতে একটি বিরল ঘটনা।’
চিফ হুইপ আরও বলেন, ‘আপনাদের যে করোনার নমুনা পরীক্ষা বিনা পয়সায় প্রধানমন্ত্রী করার ব্যবস্থা করে দিয়েছেন; সেই পরীক্ষা করাতে বিভিন্ন দেশে তিন-চার হাজার টাকা লাগে। টিকা অন্যান্য দেশে টাকা নিয়ে দেওয়া হয়। আর আমাদের প্রধানমন্ত্রী সেই টিকা জনগণের জন্য ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছেন।
পৌর মেয়র মো. আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান বি এম আতাহার বেপারি, ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে চিফ হুইপ সহস্রাধিক প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।