প্রধানমন্ত্রীর বড় জা রওশন আরা ওয়াহেদের ইন্তেকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা এবং রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর সাড়ে ৪টায় পীরগঞ্জের ফতেপুরে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
রওশন আরা ওয়াহেদ রানী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বড়ো ভাই মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার স্ত্রী ছিলেন রওশন আরা ওয়াহেদ রানী।
আজ সোমবার এনটিভি অনলাইনকে রওশন আরা ওয়াহেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার। তিনি জানান, মরহুম রওশন আরা ওয়াদহদ রানীর প্রথম জানাজা আজ বাদ যোহর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর উপজেলার ফতেপুর জয়সদন মাঠে হবে। এরপর পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
রওশন আরা ওয়াহেদ রানী দুই ছেলে সাঈদ রেজা শান্তু, সহিদ রেজা নান্টু ও দুই মেয়ে আইরিন আরা, বনানী আরাসহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে রওশন আরার মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ ছাড়াও শোক জানিয়েছেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম।