প্রশাসনের ওপর দোষ চাপালেন নৌকার ৫ পরাজিত প্রার্থী
শরীয়তপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পাঁচজন প্রার্থী অভিযোগ করেছেন, প্রশাসনের কারণে তাঁরা নির্বাচনে পরাজিত হয়েছেন। আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এই অভিযোগ করেন।
আংগারিয়া, পালং, ডোমসার, শৌলপাড়া ও মাহমুদপুর ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে আসমা আক্তার, আবুল হোসেন, মিজান মো. খান, আলমগীর হোসেন খান ও লিয়াকত হোসেন হান্নান তালুকদার আজ যৌথ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পাঁচ পরাজিত প্রার্থী দাবি করেন, ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় কিছু নেতাকর্মীর সঙ্গে ভোটকেন্দ্রে কর্তব্যরত পুলিশ পরস্পর যোগসাজশে নৌকার ব্যাজ পরা ভোটারদের সঙ্গে বিরূপ আচরণ করেছে। যে সব ভোটারের সঙ্গে নৌকার ব্যাজ ছিল, পুলিশ তাদের পিটুনি দিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোটকেন্দ্রে পুলিশের এরকম বিরূপ আচরণের কারণে নৌকার ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেনি।
পরাজিত প্রার্থীরা আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে কেন্দ্র থেকে নৌকা প্রতীকের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।