প্রাইভেটকার কেড়ে নিল যুবকের প্রাণ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাইভেটকারের চাপায় ইব্রাহিম খান নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাওয়া-শিমুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মাওয়া থেকে শিমুলিয়া ঘাটে ইব্রাহিমকে একটি প্রাইভেটকার চাপা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পরে প্রাইভেটকারের চাকার সঙ্গে আটকে পড়া ইব্রাহিমকে টেনে-হিচড়ে কিছু দূরে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে প্রাইভেটকার। এরপর চালকসহ বেশ কয়েকজন ইব্রাহিমকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগেই পালিয়ে যায় ওই প্রাইভেটকারচালকসহ লোকজন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আকলিমা আক্তার জানান, গুরুতর আহত অবস্থায় নিহত ইব্রাহিমকে বেশ কয়েকজন মিলে হাসপাতালে জরুরি বিভাগে এনে ফেলে রেখে চলে যায়। পরে চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে মৃত ঘোষণা করা হয় তাঁকে। পরে পুলিশে খবর দিলে, পুলিশ এসে মরদেহ সুরাতাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
নিহত ইব্রাহিম খান লৌহজংয় উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া গ্রামের কাসেম খানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন প্রাইভেটকারচালকসহ তার সঙ্গে থাকা লোকজন। নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।