প্রায় ১০ বছর পর রংপুরের সড়কে বিএনপির বিক্ষোভ
প্রায় ১০ বছর রংপুরের সড়কে বিক্ষোভ করল বিএনপি। আজ বুধবার দুপুরে দলটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর পায়রা চত্বর থেকে গ্রান্ড হোটেল মোড় পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ।
এর আগে রংপুরের বিএনপির সব কর্মসূচি বন্দি ছিল গ্রান্ড হোটেল মোড়ের দলীয় অফিসে। অফিস থেকে মিছিল নিয়ে বের হয়ে প্রধান সড়কে উঠতে চাইলেই দলীয় সাইনবোর্ডের নিচের ফটকেই বাধা দিত পুলিশ। সেখানেই সমাবেশ করে চলে যেতেন নেতাকর্মীরা।
দীর্ঘ প্রায় ১০ বছরের এই নিয়ম ভাঙতে দেখা গেছে আজ। নগরীর পায়রা চত্বর থেকে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা সাধারণ সম্পাদক রইচ আহমেদের নেতৃত্বে এতে বিপুল নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে মিছিলটি জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, জীবনবীমা মোড়, দাবানল মোড়, সালেক পাম্প হয়ে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে শাপলা চত্বরের দিকে যেতে থাকলে সেখানে থাকা বিপুল পুলিশ তাতে বাঁধা দিয়ে দলীয় কার্যালয়ে ঢুকিয়ে দেয়।
এর একটু পরে জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজর নেতৃত্বে একটি মিছিল প্রবেশ করে দলীয় কার্যালয়ে। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ছোট ছোট মিছিল নিয়ে প্রবেশ করে কার্যালয়ে। তারাও দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়ে।
পরে বেলা ২টা পর্যন্ত দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করে সভাপতি সাইফুল ইসলাম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক রইচ আহমেদসহ নেতারা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, জিয়াউর রহমানের কবর নিয়ে মিথ্যাচারে লিপ্ত ভোটারবিহীন আওয়ামী লীগ। জিয়ার মাজার নিয়ে মিথ্যাচার বন্ধ করা না হলে রংপুর থেকে গণআন্দোলন গড়ে তোলার হুমকিও দেন বক্তারা। পরে দোয়া মোনাজাত করা হয়।
বহুদিন পর দলীয় কার্যালয়ে বিপুল নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিকেলে সেখানে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একই ধরনের কর্মসূচি পালন করেছে।