‘প্রিয়ভূমি তাড়াইল’-এর উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘প্রিয়ভূমি তাড়াইল’-এর উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রিয়ভূমি তাড়াইল’ ফেসবুক পেজের অ্যাডমিন এনটিভির নিউজ এডিটর সীমান্ত খোকনের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসান মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কিশোরগঞ্জ জেলার উপসহকারী পরিচালক মোবারক আলী। পরে একটি শোভাযাত্রা তাড়াইল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে গত ২১ নভেম্বর ‘প্রিয়ভূমি তাড়াইল’ এর উদ্যোগে তাড়াইল উপজেলার সাত ইউনিয়নের এক হাজার ৭০০ অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।