প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীর পরিবারকে জীবনবিমার চেক হস্তান্তর
এনটিভির প্রয়াত সাংবাদিক, সাতক্ষীরা জেলার স্টাফ করেসপন্ডেন্ট সুভাষ চৌধুরীর পরিবারকে জীবনবিমার আড়াই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদের কাছে চেক হস্তান্তর করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এস এম জিয়াউল হক। এরপর সুভাষ চৌধুরীর ছেলে চন্দন চৌধুরীর কাছে চেক হস্তান্তর করেন এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের হেড অব করপোরেট বিজনেস ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট রাজন চন্দ্র সাহা, করপোরেট অপারেশন্স বিভাগের ম্যানেজার মো. রাকিবুল ইসলাম, এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, হেড অব ফাইন্যান্স এমডি গোলাম রওশন ইয়াজদানী, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম খান কাঞ্চন, এনটিভির অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান টিটু, এনটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ ও যুগ্ম বার্তা সম্পাদক মনিরা আক্তার, এনটিভি অনলাইনের বিশেষ প্রতিনিধি মো. জাকের হোসেন।
এ সময় সাংবাদিক সুভাষ চৌধুরীর ছেলে চন্দন চৌধুরী বলেন, ‘আমার এমন বিপদের দিনে এনটিভি পরিবার পাশে থাকায় আমি এনটিভি ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবাই দোয়া করবেন।’
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম জিয়াউল হক বলেন, ‘এনটিভি পরিবারের এ সদস্যের জীবনবিমার চেক অল্প সময়ের মধ্যে হস্তান্তর করতে পেরে আমরা খুশি। আশা করছি, এর মাধ্যমে এনটিভি পরিবার এবং অন্যদের আমাদের প্রতি আস্থা বাড়বে।’
এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীর এমন চলে যাওয়া মেনে নিতে পারছে না এনটিভি পরিবার। এনটিভির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের পক্ষে সমবেদনা জানাচ্ছি। এনটিভি কর্মীদের জন্য জীবনবিমা সার্ভিস চালু করেছে, যাতে এমন দুঃসময়ে কিছুটা হলেও তারা সহযোগিতা পান।’
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ চৌধুরী (৭৪) মারা যান। তাঁর মৃত্যুতে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ এনটিভি পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।