ফতুল্লায় চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাজা নামের এক চালককে গলাকেটে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের সামনে থেকে আজ মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই জানান, ধারণা করা হচ্ছে, গতকাল রাতে ওসমানী স্টেডিয়ামের সামনে দিয়ে যাওয়ার পথে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে চালককে গলাকেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান এসআই শাহাদাত।