ফুল আনতে গিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সা. সম্পাদকসহ নিহত ২
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।
স্বজনরা জানান, তাঁরা শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল আনতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন কোদালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিবল মাহম্মুদ (২০) ও তাঁর বন্ধু মো. সাইফুল ইসলাম (১৯)। গুরুতর আহত মো. সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী ও নিহতের স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুল সংগ্রহ করতে কোদালপুর থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পাশের ইউনিয়ন কুচাইপট্টি যাচ্ছিলেন। এ সময় মাইজারা সেতু পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেলে থাকা তিনজনই গাড়ি থেকে ছিটকে পড়ে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
ওসি জানান, গুরুতর আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা সবাই কোদালপুর গ্রামের বাসিন্দা।