ফেনসিডিলসহ মুন্সীগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স (২২) ও তাঁর তিন সহযোগীকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর কেরাণীগঞ্জ এলাকার হাজী কালুর বাড়ির দ্বিতীয়তলায় ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাকি তিনজন হলেন মো. হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও মো. শরীফ হোসেন।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে কেরাণীগঞ্জ এলাকার হাজী কালুর বাড়িতে ফেনসিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চার মাদক ব্যবসায়ী আত্মগোপনের চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রির নয় হাজার ৯০ টাকা জব্দ করা হয়। পরে আটকদের কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম মিয়া বলেন, ‘চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল বলেন, ‘গ্রেপ্তার প্রিন্সের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে।’