ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক শিশু। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন পাইকপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শিশুরা হলো জয়নাল আবেদীনের ছেলে শাকিব (১২) ও মো. গোফরানের ছেলে ইমরান (১৩)। আহত শিশু নাহিদ (১২) একই এলাকার জয়নাল মিস্ত্রির ছেলে।
ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানান, আজ সকালে মোবারক আলী মাঝিবাড়ির বাগানে কয়েকজন শিশু মার্বেল খেলছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এর মধ্যে আহত শিশু নাহিদকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।