ফেনীতে বিধিনিষেধের ১৪ দিনে করোনা ও উপসর্গে ৬১ জনের মৃত্যু
ফেনিতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের ১৪ দিনে (১ থেকে ১৪ জুলাই) শ্বাসকষ্টসহ করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৬১ জন মারা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬১ জনের মধ্যে নয়জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। এদের মধ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশনে মারা গেছে ৫৪ জন।
সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা জানান, অনেক রোগী তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পরপরই মারা যায়। কারো কারো করোনার সব উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষায় শনাক্ত হয়নি। তবে এদের সবাই কোভিড-১৯ সাসপেক্টেড ছিল।
ফেনী জেনালের হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিপন নাথ জানান, হাসপাতালের আসোলেশন ইউনিটে গত ১৪ দিনে যে ৫৪ জন মারা গেছে; তাদের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। বাকি ৪৬ জন শ্বাসকষ্টসহ নানা উপসর্গে ভুগছিল।
ফেনীতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বড় আইসোলেশন ইউনিট রয়েছে ফেনী ডায়াবেটিক হাসপাতালে। এখানে তিনটি আইসিইউ শয্যাও রয়েছে।
ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আইসোলেশনে দুজন মারা গেছে। এদের মধ্যে এক জনের করোনা পজিটিভ ছিল। অপর বেসরকারি জেড ইউ হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছে দুজন।
এ ছাড়া দাগনভুঞা উপজেলা হাসপাতালে দুজন এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবায়েত বিন করিম।