ফেনীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩
ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ রোববার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে ফতেহপুর রেলক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাসকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন অন্তত ১৫ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন জানান, আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা ১২ থেকে ১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। উদ্ধার অভিযান শেষে বাসটিকে সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওবায়দুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।