ফেনী সদরে বিনা ভোটে চেয়ারম্যান হলেন শুসেন চন্দ্র শীল
ফেনী সদর উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীল। নির্বাচনের তফসিল অনুযায়ী আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নিবাচন কমকর্তা নাসির উদ্দিন বেসরকারিভাবে শুসেন চন্দ্র শীলকে নির্বাচিত ঘোষণা করেন।
এ নির্বাচনে বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি এবং অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিলো।
শুসেন চন্দ্র শীল ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
গত ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মারা যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়।