ফেনী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসক-নার্সদের মারধর, ভাঙচুর
ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসক ও নার্সদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন রোগীর স্বজনরা। গত রোববার বিকেলে মোস্তফা কামাল (৭৫) নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের সিসিইউতে কর্মরত চিকিৎসক ও নার্সদের বেধড়ক পেটান তাঁরা। হাসপাতালের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে ছয়জন পুরুষকে এ হামলায় অংশ নিতে দেখা যায় এবং এক নারীকে হামলায় উসকে দিতে দেখা যায়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, জ্যেষ্ঠ চিকিৎসক মতিউর রহমানকে কিল-ঘুষিসহ বেধড়ক পেটানো হয়। একই সময়ে নার্স রহিমা আক্তার, আয়া মাধবী রানীসহ কর্মরত তিন নারীকে লাঞ্ছিত করেন মৃতের স্বজনরা।
ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু জানান, রোববার সিসিইউতে এক রোগীর মৃত্যু ঘটে। এতে মৃত রোগীর স্বজনরা হাসপাতালের ডাক্তার, নার্সদের মারধর ছাড়াও ব্যাপক ভাঙচুর চালান। হাসপাতালের একটি কার্ডিয়াক মনিটর, গ্লাস ডোর, আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক জানান, মৃত মোস্তফা কামাল পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত চাকরিজীবী ছিলেন। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বাসা হলেও স্থায়ী ঠিকানা মোটবী বড়বাড়ি।
হামলার ব্যাপারে হাসপাতালে লিপিবদ্ধ রোগীর অভিভাবক সাইফুল ইসলামের মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তের পর করণীয় নির্ধারিত হবে।