ফেরি পদ্মা সেতুর পিলারে নয়, পিলারক্যাপে ধাক্কা দিয়েছে
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পদ্মা সেতুর পিলারগুলোতে কোনও নৌযানের সরাসরি ধাক্কা লাগার আশঙ্কা নেই। কেননা, প্রতিটি পিলারের চারপাশে পিলারক্যাপ রয়েছে। দুর্ঘটনাকবলিত ফেরিটি ক্যাপেই ধাক্কা দিয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। তিনি বলেন, ‘পদ্মা সেতুর পিলারগুলোতে জাহাজ বা ফেরির ধাক্কা লাগার কোনও আশঙ্কা নেই। এ ব্যাপারে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, পদ্মা সেতুর আশপাশ দিয়ে নৌযানসমূহের চলাচলের জন্য চ্যানেল ঠিক করে দেওয়া হয়েছে।
গত শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো-রো ফেরি শাহ জালালের ধাক্কা লাগে। এ সময় ফেরিতে থাকা যাত্রীরা ছিটকে একে অপরের ওপর পড়ে অনেকেই আহত হন। এ ঘটনায় শুক্রবার রাতে মাদারীপুরের শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
অভিযোগে উল্লেখ করা হয়, শিবচরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে রো-রো ফেরি শাহ জালাল। পথে ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপের উপরিভাগ ও সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে।
লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন ঘটনায় প্রাণহানিও ঘটতে পারে, পদ্মা সেতুর নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। ফেরির ফিটনেস ছিল কিনা, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কিনা এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ডায়েরিতে।
এই অভিযোগের পরই শনিবার সকালে ফেরির দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।