বগুড়ায় করোনা-উপসর্গে ৮ জনের মৃত্যু
বগুড়ার তিনটি হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মারা গেছে আটজন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে তিনজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৬ জন।
করোনায় মৃতরা হলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আদমদীঘির আফজাল হোসেন (৫৫), মোহাম্মদ আলী হাসপাতালে সদরের আয়েস উদ্দিন (৬০), টিএমএসএস হাসপাতালে শিবগঞ্জের প্রফুল্ল সরকার (৯০) ও সদরের আব্দুর রাজ্জাক (৬৫)। এছাড়া একজন অন্য জেলার।
আজ শনিবার অনলাইন সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৪ দশমিক ১ শতাংশ।