বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
বগুড়ার নন্দিগ্রাম উপজেলায় ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কুন্দারহাট এলাকায় বগুড়া-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নন্দিগ্রাম উপজেলার ফুলদিঘী গ্রামের মাহমুদুল হাসান (২), সিএনজি অটোরিকশা চালক দামগাড়া গ্রামের হিজবুল বাশার (৪০) ও নামুইট গ্রামের মিনহাজুর রহমান (১৮)।
বিষয়টি নিশ্চিত করে নন্দিগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. তানভীর আহসান বলেন, ‘নন্দিগ্রাম থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বগুড়া-রাজশাহী মহাসড়কের কুন্দারহাট এলাকায় পৌঁছলে প্রথমে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এবং পরে বাঁশবোঝাই একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এছাড়া তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’