বঙ্গবন্ধুর জীবনাদর্শ আমাদের প্রেরণা : আফজাল হোসেন
‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনাদর্শকে অনুসরণ করতে হবে, অনুধাবন করতে হবে। তিনিই আমাদের প্রেরণা। সোনার বাংলা গড়তে হলে তাঁর পথ ধরে এগোতে হবে।’
আজ বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এ কথা বলেন।
আফজাল হোসেন বলেন, ‘খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর আদর্শকে নিঃশেষ করা যাবে। কিন্তু আজ প্রমাণিত হয়েছে, ব্যক্তি মুজিবকে হত্যা করলেও আদর্শের মুজিব বাঙালির হৃদয়ে চিরভাস্বর।’ তিনি বলেন, ‘দেশবাসী আজ একটি টিমস্প্রিট নিয়ে এগিয়ে যাচ্ছে। রাজনীতিক, জনপ্রতিনিধি, প্রশাসন আজ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
পটুয়াখালী সদর উপজেলার কনফারেন্স হলে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ারের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি। আরো বক্তব্য দেন ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ, বড়বিঘাই ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মজনু মোল্লা, ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম কাওসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বদরুল আমিন শাহীন প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে সামনে গাছের চারা রোপণ করেন।