বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে অভিযান অব্যাহত
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে ও নিমজ্জিত ট্রলার উদ্ধারে আজ রোববার সকাল থেকে ফের অভিযান শুরু হয়েছে। দুবলা ফিসারম্যান গ্রুপ, কোস্ট গার্ড, বনবিভাগ ও নৌবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
গতকাল শুক্রবার রাতে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ১৮টি ট্রলার। গতকাল শনিবার দুজনের মরদেহ উদ্ধারের পর এখনও নিখোঁজ রয়েছেন ১২ জেলে। উদ্ধার হয়নি ৬টি মাছ ধরা ট্রলার।
নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধার অভিযান প্রসঙ্গে দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দীন আহমেদ জানান, জেলে পল্লীর ৫০টি ট্রলার, কোস্ট গার্ডের ২টি ও বনবিভাগের ২টি নৌযান এবং নৌবাহিনীর একটি জাহাজ নিয়ে এ উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এ ছাড়া দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দীন আহমেদ নিজে স্পিডবোট নিয়ে সাগরে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গেছে। যদিও আজ বেলা ১১ টা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার পাওয়া যায়নি।
এর আগে গতকাল শনিবারের অভিযানে দুবলার চর থেকে ৪৫ কিলোমিটার দূরে সাগর থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে আরও ৭৭ জেলেকে জীবিত উদ্ধার হয়।
দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, ‘নিমজ্জিত হওয়া ১৮টির মধ্যে শনিবার ১২টি ট্রলার উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১২ জেলে। নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে যৌথ অভিযান চলছে।