বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারালেন রিকশাচালক
সুনামগঞ্জ পৌরশহরে পূর্ব শত্রুতার জেরে রিকশাচালক শুকুর আলীকে (২০) খুন করার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু শাকিল মিয়ার বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার সামনে এ খুনের ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকার মৃত সেজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরে এক সময় নিহত শুকুর ও শাকিল একসঙ্গে চলাফেরা করতেন। তারা খুব ভালো বন্ধু ছিলেন কিন্তু গত ছয় মাস আগে শুকুরের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব দেখা দেয়। পরে শুকুর ও শাকিলের বন্ধুত্ব শত্রুতায় রূপ নেয়। প্রতিদিনের মতো আজও শুকুর আলী রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে পৌরসভার সামনে যান। এ সময় পেছন থেকে ঘাতক শাকিল তাঁকে চুরি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকলে শুকুর রিকশা থেকে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শাকিলকে গ্রেপ্তার করতে আমরা অভিযান চালাচ্ছি।’