বরিশালে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বরিশালের জয়ন্তী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় নদীতে ভাসছিল মরদেহটি। খবর পেয়ে মুলাদী থানার পুলিশ সদস্যরা তা উদ্ধার করেন। ওই নারী বেদে সম্প্রদায়ের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। স্থানীয়রা নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে, অজ্ঞাত নারী বেদে সম্প্রদায়ের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট না। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।