বরিশাল বিভাগে করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। একই সময়ে গোটা বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের আটগুণেরও বেশি ৮৫৯ জন সুস্থতা লাভ করেছে।
আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
ডা. বাসুদেব জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজন এবং করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। এই দুজনের মধ্যে ভোলার একজন রয়েছে।
এ পর্যন্ত বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছে ৯৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৩৭ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৮৫৯ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩০ হাজার ৫২২ জন।
আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৭ জন নিয়ে মোট ১৭ হাজার ৩৯৩ জন, পটুয়াখালীতে নতুন ৮ জন নিয়ে মোট পাঁচ হাজার ৮৩২ জন, ভোলায় নতুন ৫৪ জনসহ মোট ছয় হাজার ৭২ জন, পিরোজপুরে নতুন চারজনসহ মোট পাঁচ হাজার ৭০ জন, বরগুনায় নতুন তিনজনসহ মোট তিন হাজার ৬০৭ জন ও ঝালকাঠিতে নতুন একজন নিয়ে মোট চার হাজার ৪৬৩ জন রয়েছে।