বলতে না পারাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ব্যাংক কর্মকর্তা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলাচলে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। তবে খাদ্য সহায়তার জন্য অধিকাংশ মানুষই সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে যেতে পারছে। কিন্তু এক শ্রেণির মানুষ তাদের দুরবস্থার কথা কাউকেই বলতে পারছে না। এ রকম অসহায় মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন রূপালী ব্যাংকের এক কর্মকর্তা।
পিরোজপুর সদর উপজেলার রূপালী ব্যাংকের হুলারহাট শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান সুমন ফেসবুকের মাধ্যমে মানুষকে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘২০ টাকার একটি দান, বাঁচাতে পারে অনেক প্রাণ’ এই স্লোগানে তিনি ‘ক্ষুধার্ত মানুষের পাশে আমরা’ এই নামের ফেসবুকে একটি গ্রুপ খুলেছেন।
এই গ্রুপ থেকেই মানুষের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়। আর যে যার সাধ্যমতো অর্থ দান করছেন। এখান থেকে সংগৃহীত অর্থ থেকেই তিনি অসহায় মানুষদের চাল, ডাল, তেল, সবজি, চিড়া, মুড়ি, ছোলা ও সবজিসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন।
যত দিন দেশে করোনার দুর্যোগ থাকবে তত দিন মানুষকে সহযোগিতার এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান ব্যাংক কর্মকর্তা সুমন। এ পর্যন্ত তিনি চার শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।