বসতঘরে পুড়ে অঙ্গার ঘুমন্ত তিন ভাই-বোন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকায় জাকের হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত শিশুরা হলো জাকের হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (১২), দুই মেয়ে মীম আক্তার (১০) ও মিতু মণি (৮)।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে যখন ওই বসতঘরে আগুন লাগে, তখন বাড়ির সদস্যরা ঘুমিয়ে ছিল। এর মধ্যে ওই তিন শিশু যে কক্ষটিতে ঘুমিয়ে ছিল, ওই কক্ষের চারদিকে আগুন ছড়িয়ে পড়লে তাদের কেউ বেঁচে ফিরতে পারেনি। অন্য কক্ষে যারা ছিল, তাঁরা প্রাণে বেঁচে যান। এদিকে, কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ খবর শোনার পরই আমি ঘটনাস্থলে যাই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’