বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানিরা পরিকল্পনা করেছিল, যে পরিকল্পনার অংশ হিসেবে ১৪ ডিসেম্বর বিশিষ্ট, বরেণ্য, মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তিনি বলেন, বুদ্ধিজীবীরা গণতান্ত্রিক, মুক্তবুদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন। সেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বাকস্বাধীনতা ও ভিন্নমত পোষণের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।
আজ সোমবার রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তি ও কথা বলার স্বাধীনতা চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই দিনে শপথ নিচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
এ সময় সাংবাদিকরা ভাস্কর্য নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো উত্তর দেননি। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তিনি আসার আগে সেখানে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাস্কর্য নিয়ে ঘটনায় বিএনপি মদদ দিচ্ছে বলে অভিযোগ করে গেছেন। এ নিয়ে প্রশ্ন করা হলে তাও এড়িয়ে যান বিএনপি মহাসচিব।
এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।