বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে চাকরি, বেতন সর্বোচ্চ ৬৩ হাজার টাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের বস্ত্রকলমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। ‘রিসার্স অফিসার’ পদে মোট তিন জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
রিসার্চ অফিসার।
পদসংখ্যা
মোট তিন জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিস্ববিদ্যালয় থেকে অর্থনীতি/পরিসংখ্যান/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারেন। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
২৯,০০০-৬৩,৪০০ টাকা। প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, স্বাস্থ্যবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সব সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে-
ঠিকানা : প্রেসিডেন্ট, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৮), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা।
আবেদনের শেষ তারিখ
৩০ মে, ২০২২।
সূত্র: ঢাকা পোস্ট।