বাউফলে যুবলীগের দুই নেতার দাফন সম্পন্ন, ১১ জন আটক
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত দুই যুবলীগ নেতার দাফন সম্পন্ন হয়েছে।
পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বাদ আসর কেশবপুর কলেজ মাঠে দুই চাচাতো ভাইয়ের জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়। জানাজা অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ আ স ম ফিরোজ উপস্থিত ছিলেন।
এদিকে, জোড়া খুনের পর গ্রেপ্তার আতঙ্কে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। তবু সোমবার পর্যন্ত ১১ জনকে আটক করেছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোমবার পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে অবস্থানরত পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপিংকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইউনিয়ন যুবলীগ সহসভাপতি রাকিব উদ্দিন রুম্মান (৩০) ও যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ ইসাদ তালুকদার (২৭) নামের দুই চাচাতো ভাই নিহত হন। রোববার সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর বাজারে এ ঘটনা ঘটে।