বাগেরহাটে এনটিভির কম্বল বিতরণ
বাগেরহাটে এনটিভির পক্ষ থেকে প্রায় দুই শতাধিক গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলার আশ্রম মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় এক যুবক এনটিভির কম্বল বিতরণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এখন পর্যন্ত কোনো চেয়ারম্যান বা মেম্বার আমাদের শীতের কম্বল দেয়নি। এনটিভি কম্বল দিছে। এজন্য এনটিভির চেয়ারম্যানের জন্য আমরা দোয়া করছি।’
এ সময় এক বৃদ্ধা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এনটিভি আমাগো কম্বল দিছে। এজন্যই তাগো লাইগা দোয়া করি।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, আজমল হোসেন, খন্দকার জাহিদ হোসেন মিন্টু ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা বলেন, ‘এনটিভি যে সাধারণ মানুষের জন্য কম্বল বিতরণ করছেন এজন্য এনটিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।’
প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এনটিভি কর্তৃপক্ষ আমাদের অঞ্চলে যে এই শীতের সময় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে, এজন্য বিশেষ করে ধন্যবাদ জানাই।’
তিনি এনটিভির চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে তাদের জন্য দোয়া চান।
অনুষ্ঠানের অতিথিরা বক্তৃতাকালে এনটিভি পরিবারের সব সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।