বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট আট্টাকী মেগনিশতলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালকের নাম আবুল কালাম আজাদ (৩০)। তিনি গোপালগঞ্জের মুনসুর শেখের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী মিলন শেখ (৩২)। তারা মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা অজ্ঞাত পরিচয় একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মিলন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটির চালক পালিয়ে গেছে।