বান্দরবানে একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২২
বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে পাড়াপ্রধানসহ তাঁর পরিবারের পাঁচ জনকে হত্যার ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ছয় অজ্ঞাতনামাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এদিকে, পুলিশি হেফাজতে থাকা হত্যাকাণ্ডের শিকার পাঁচটি মরদেহ আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, পাঁচ খুনের ঘটনায় গ্যালেঙ্গা ইউনিয়নের আবুপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকটা ফাঁকা হয়ে পড়েছে পাড়ার রাস্তাঘাট। গ্যালেঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।