বান্দরবানে ‘কুসংস্কারের বলি’ একই পরিবারের ৫ জন
বান্দরবানের রুমায় তাবিজ-কবচের অভিযোগে একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী। উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবু পাড়ায় এ ঘটনা ঘটে। ‘কুসংস্কার’কে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হন পাড়া প্রধানসহ তাঁর পরিবার। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঘটে এ ঘটনা।
নিহতরা হলেন—আবুপাড়া কার্বারী (পাড়া প্রধান) লরুই ম্রো, তাঁর ছেলে রুমথুই ম্রো, লেংঙিন ম্রো, মেন ওয়াই ম্রো এবং রিংরাও ম্রো।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানান, পাড়াপ্রধানের বিরুদ্ধে তাবিজ-কবচের অভিযোগ ওঠে। পরে তিনিসহ তাঁর পরিবারের পাঁচ জনকে কুপিয়ে হত্যা করে গ্রামবাসী।
গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও হেডম্যান মেনরথ ম্রো হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, ‘কুসংস্কারকে কেন্দ্র করে গ্রামবাসীরা পাড়াপ্রধানের পরিবারের ওপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পাড়াপ্রধান লরুই ম্রোসহ তাঁর পরিবারের পাঁচ জনকে কুপিয়েছেন। এতে তাঁদের মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। দুর্গম এলাকা হওয়ায় দুজন না-কি পাঁচ জন মারা গেছে, তা নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।’