বান্দরবানে ‘দুপক্ষের মধ্যে গোলাগুলিতে’ নিহত ৪
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে চার জন নিহত হয়েছে। উপজেলার তারাশা ইউনিয়নের মংবাইতং পাড়ার কাছে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বান্দরবান শহরের কার্যালয়ে আজ রোববার বেলা ১১টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার।
এসপি জেরিন আখতার জানান, এখানে যে হত্যাকাণ্ড ঘটছে, এর সঙ্গে সাধারণ আইন-শৃঙ্খলার বিষয়কে মেলানো যাবে না। এটিকে ভিন্নভাবে দেখতে হবে। এ ছাড়া সমতলের সঙ্গে পাহাড়ের ঘটনাও মেলানো যাবে না।
এসপি আরও জানান, এখানে বেশ কয়েকটি সক্রিয় সংগঠনের মধ্যে সমস্যা রয়েছে। এটি সাধারণ মানুষের সমস্যা নয়। এটি সংগঠনগুলোর মধ্যে সমস্যা।
এ ঘটনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন এসপি জেরিন আখতার।