বান্দরবানে প্রতিবন্ধীর দোকানে প্রথম ক্রেতা জেলা প্রশাসক
বান্দরবানে প্রতিবন্ধীর দোকান থেকে প্রথম ক্রেতা হিসেবে বাজার করে তা শিশুদের মধ্যে বিলিয়ে দিয়েছেন জেলা প্রশাসক। আজ বুধবার সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে ছাইঙ্গ্যা এলাকায় এক প্রতিবন্ধীকে দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এ সময় রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্ল্যাহ আল জাবেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমানসহ বান্দরবানের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন ও স্থানীয় জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যাতে ১০ বছর ধরে মোনাফ নামের এক প্রতিবন্ধী মসজিদে ঘুমাতেন। দুনিয়াতে তার আর কেউ নেই। খবর পেয়ে ওই প্রতিবন্ধীকে একটি প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি, রান্নার জন্য গ্যাসের চুলা, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও তার আত্মকর্মসংস্থানের জন্য একটি দোকান তৈরি করে জিনিসপত্রও দেওয়া হয়েছে। যেন তিনি নিজেই নিজের খরচ যোগান দিতে পারেন।
এদিকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দোকান পেয়ে প্রতিবন্ধী মোনাফ প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘রোয়াংছড়ির ছাইঙ্গ্যাতে ১০ বছর ধরে মোনাফ নামের এক প্রতিবন্ধী মসজিদে থাকতেন। তিনি নিঃস্ব মানুষ জানতে পেরে প্রতিবন্ধীকে একটি প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। একটি ছোট দোকানও করে দেওয়া হয়েছে। যাতে তিনি নিজে আয় করে চলতে পারেন। জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।