বাবার লাশ পাহারা দেওয়া শিশুর পরিবারকে আর্থিক অনুদান প্রদান
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় মৃত্যু বাবার লাশ পাহারা দেওয়া সেই শিশুর পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা।
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া অনুদানের টাকা আজ মঙ্গলবার পোরশা উপজেলার নিতপুর কলোনীপাড়া গ্রামে মৃত মজিবর রহমানের বাড়িতে গিয়ে ইউএনও মৃত ব্যক্তির স্ত্রীর হাতে তুলে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন তাঁর সঙ্গে ছিলেন।
পাবিারিক সূত্রে জানা গেছে, মজিবর রহমান পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। রিকশা-ভ্যানে করে মেলামাইন ও সিরামিক জাতীয় সামগ্রী বিক্রি করতেন। প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। জ্বর না ভালো হওয়ায় গত রোববার সাপাহার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাঁকে। তবে অবস্থা সংকটাপন্ন দেখে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির আগেই গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়। পরে তাঁর পরিবারের সদস্যরা মজিবরের লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করে।
নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা জানান, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ ওই পরিবারের বিষয়টি জেনে তাৎক্ষণিক অনুদানের ১০ হাজার টাকা বরাদ্দ করেন। ওই টাকা তিনি নিজে গিয়ে মৃত ব্যক্তির পরিবারের তুলে দিয়ে এসেছেন।
ভবিষ্যতে যেকোনো ব্যাপারে পরিবারটিকে সহায়তা করা হবে বলে জানান ইউএনও।