বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পদ্মায় ডুবল গরুবোঝাই ট্রলার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি গরুবোঝাই ট্রলার ডুবে গেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শামুরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ট্রলারটিতে মোট ৩১টি গরু ছিল। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ২৪টি গরু জীবিত উদ্ধার করা হলেও একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ছয়টি গরুসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে।
লৌহজং থানা পুলিশ ও গাওদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রাসেদ মিয়া জানান, ফরিদপুর থেকে কোরবানির গরু নিয়ে একটি ট্রলার ঢাকার উদ্দেশে যাচ্ছিল। শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩১টি গরু নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়।
ট্রলারে থাকা লোকজনের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে। পরে এসব গরুর গলার রশি কেটে দিলে ২৪টি গরু সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ছয়টি গরু ও বহনকারী ট্রলারটি নিখোঁজ রয়েছে। এ সময় ট্রলারে থাকা চারজন গরু ব্যবসায়ী আহত হয়। তাদেরকে টঙ্গীবাড়ি উপজেলার হাটবালিগাঁও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এদিকে বালুবাহী বাল্কহেডটি আটক করেছে লৌহজং থানা পুলিশ।
এ বিষয়ে মাওয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবির বলেন, ‘ট্রলারটি উদ্ধারে কাজ চলছে। এ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছি।’