বাস-থ্রি হুইলার সংঘর্ষে ছেলে-মেয়েসহ বাবা নিহত, মা হাসপাতালে
রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছে। উপজেলার কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলো ইসহাক শেখ (৩৫), তাঁর মেয়ে শিখা (১০) ও ছেলে আব্দুল মালেক (৫)। এ ঘটনায় ইসহাকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁরা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, গতকাল রাতে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার (মাহেন্দ্র) পাংশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে ওই থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।