বাড়ির পাশে গাঁজা চাষ করে ব্যবসা, গ্রেপ্তার যুবক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালি এলাকা থেকে ২০টি গাঁজার গাছ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মিজানুর রহমান (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ অভিযান চালায় র্যাব।
আটক মিজানুর রহমান উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালি গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কর্ণখালি গ্রামে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশে রোপণ করা ২০টি গাঁজার গাছ জব্দ ও মিজানুর রহমানকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজার ওজন ৫৫ কেজি বলে জানায় র্যাব সদস্যরা।
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক আজমল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।