বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, পুকুরপাড়ে মিলল লাশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রহিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রহিমা বেগম ওই গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী শহিদ মিয়ার স্ত্রী। তাদের তিনটি সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, রহিমা গতকাল শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাজার করার জন্য বের হন। তারপর তাঁর আর খোঁজ মেলেনি। সকালে স্থানীয় লোকজন পুকুরপাড়ে গলায় কাপড়ের বেল্ট পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি। তিনি আরও বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।