বিআইএফসির মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের আরেক মামলা
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম মান্নানের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেছেন দুদকের উপপরিচালক মাজেদুল ইসলাম। এতে মান্নানসহ ঋণগ্রহীতা আকবর ও বিআইএফসির ১১ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
গত ২০ মার্চ মামলাটি করা হলেও আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিষয়টি জানায় দুদক।
মামলার এজাহারের বরাতে দুদকের আরিফ সাদেক জানান, বিআইএফসির সাবেক চেয়ারম্যান মান্নান, তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের মালিক আকবর হোসেনের নামে নিরাপত্তা জামানত-মর্টগেজ ছাড়াই ছয় কোটি টাকা ঋণ মঞ্জুর এবং বিতরণ দেখায়। পরে, ওই টাকা পরিশোধ না করে গ্রাহকের নিকট পাওনা তিন কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাৎ করে তারা। এ অভিযোগে ৪০৬, ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ২০ মার্চ মামলাটি করা হয়।
১৬৩ কোটি চার লাখ ৬২ হাজার ৯৪১ টাকা দুর্নীতির অভিযোগে বিআইএফসির মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি মামলা করেছে দুদক। এসব মামলায় মান্নানের স্ত্রীসহ বিআইএফসির পরিচালক ও কর্মকর্তাদের আসামি করা হয়েছে।