বিএনপির বিলবোর্ড নিয়ে ক্ষুব্ধ রংপুর আ.লীগ, সরিয়ে নিতে আল্টিমেটাম
রংপুরে বিএনপির গণসমাবেশের বিলবোর্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মহানগর আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর বেতপট্টিতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় বিলবোর্ডের ওপর বিএনপির বিলবোর্ড সাঁটানোর অভিযোগ তোলা হয়। একইসঙ্গে বিএনপির সাঁটানো বিলবোর্ড অপসারণে আলটিমেটাম দেওয়া হয়। পরে বলা হয়, রংপুরে বিএনপি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ, আল্টিমেটাম ও প্রতিহতের ঘোষণা দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। তিনি বলেন, ‘আমরা চাই বিএনপির গণসমাবেশ শান্তিপূর্ণ হোক। কিন্তু, বিএনপির লোকেরা পায়ে পা রেখে উসকানিমূলক পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এমন করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’
সফি বলেন, ‘আমরা খেয়াল করছি, নগরীর বিভিন্ন মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা সম্বলিত আওয়ামী লীগের সাঁটানো বিলবোর্ডের ওপরে বিএনপির নেতারা তাদের গণসমাবেশের বিলবোর্ড সাঁটিয়েছেন। এটা অন্যায় এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ।’ তিনি আরও বলেন, ‘যদি আজ শুক্রবার রাতের মধ্যে আমাদের বিলবোর্ডর ওপর সাঁটানো বিএনপির বিলবোর্ডগুলো সরানো না হয়, তাহলে আমরা নিজেরাই সেগুলো সরিয়ে ফেলতে বাধ্য হব।’
সফি বলেন, ‘আমাদের বিলবোর্ডের ওপর লাগানো বিলবোর্ড বিএনপি দ্রুত সরিয়ে না নিলে এর জন্য কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায়ভার বিএনপিকেই নিতে হবে।’