বিএনপি-জামায়াত রেলখাত ধ্বংস করে দিয়েছে : রেলমন্ত্রী
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত রেলখাতে কোনো উন্নয়ন করেনি। বরং তারা রেলখাত ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার রেল ব্যবস্থাকে তৈরি করছে। এটির সুফল পেতে সময় লাগবে।
আজ রোববার বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভায় যোগদানের সময় সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকার রেলখাতকে ধ্বংস করে দিয়েছে। তাই রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সব ধরনের রেল ব্যবস্থা ধ্বংস করেছিল। এখন পর্যন্ত ১০৭টি রেলস্টেশন বন্ধ রয়েছে।
নূরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধু রেল সেতুটি দুই ভাগে নির্মাণ হবে। একটি টাঙ্গাইল অংশে, অন্যটি সিরাজগঞ্জ অংশে। ১০০ কিলোমিটার গতিতে সেতুর ওপর দিয়ে রেল চলাচল করতে পারবে। ফলে দেশে রেলের চাহিদা পূরণ হবে। আগামী ২০২৪ সালের আগস্টে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। জাপানের আর্থিক সহায়তায় এর নির্মাণ ব্যয় হবে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন, কালিহাতী আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, গোপালপুর-ভূঞাপুর আসনের সাংসদ ছোট মনির, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক শামছুজ্জামান, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।