বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান শিক্ষার্থীদের হাতে বইয়ের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দিয়েছেন বই, কলম ও খাতা। বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু তারা এটা সফল করতে পারবে না। কারণ, সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই। সাধারণ জনগণ আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে।
আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যেহেতু তাদের (বিএনপি) কোনো জনসমর্থন নেই। তাই, তারা অরাজকতা সৃষ্টি করতে সফল হতে পারবে না। তাছাড়া জনসমর্থন ছাড়া কেউ কখনো সফল হতে পারে না। আশা করছি অচিরেই তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা পয়সায় বছরের প্রথম দিন বই দিয়েছেন। রাস্তাঘাট, বাড়ি-বাড়ি বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা সহায়তা শেখ হাসিনার সরকার দিয়েছে। এখন না খেয়ে মানুষ মরে না। সরকার প্রতিবন্ধিদের ভাতা দেয়। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ২৯ বছর দেশ পরিচালনা করেছে। আওয়ামী লীগ সরকার ২২ বছর দেশ পরিচালনা করেছে। আগের সরকারের সময়ের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করলে বোঝা যাবে কোন সরকারের সময় দেশের উন্নয়ন হয়েছে।’
বিএনপিকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘তারা বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। বর্তমানে ভারতের চেয়ে ১৮টি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কোন দুঃখে দেশ ভারত হয়ে যাবে। বিএনপি শাসনের নামে দেশে মিথ্যাচার করেছে। তারা এতিমের টাকা আত্মসাৎ করেছে। যারা এতিমের টাকা আত্মসাৎ করতে পারে তাদের কাছে ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না।’
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার দিনব্যাপী সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৬০০ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ বিতরণ করা হয়।