‘বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবেই’
‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। যদি তারা এক তরফা নির্বাচনের ব্যবস্থা করে তাহলে বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলন করবে। এ বছর বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবেই।’
মাদারীপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন আজ সোমবার (২ জানুয়ারি ২০২৩) দুপুরে এসব কথা বলেন।
আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘ঢাকায় এখন যেকোনো আন্দোলনে ৫ লাখের বেশি জনগণ অংশ নেয়। আগামীতে এই সংখ্যা দ্বিগুণ-তিন গুণ হবে। এতে বোঝা যায় এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আর বেশি দিন টিকে থাকতে পারবে না। এই সরকারের অধীনে আর জাতীয় নির্বাচন হবে না, যা হবে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। প্রয়োজনে আমাদের নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত।’
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই কেন্দ্রীয় বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে এ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না। হামলা-মামলা দিয়ে লাভ নেই। রাজপথে ছিলাম, আছি এবং মৃত্যুর আগপর্যন্ত থাকব ইনশাআল্লাহ। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব নেতার মুক্তি চাই।’
ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা শহরের কুলপদ্দি চৌরাস্তা থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসির ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।
এরপর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইদুর রানা, মো. ফয়সাল, নূরে আলম প্রমুখ।