বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে : কৃষিমন্ত্রী
বিএনপি না এলেও আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দেশে অনেক দল রয়েছে, তারা নির্বাচনে আসবে।’
আজ শুক্রবার (১৭ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করবে, সেটা আমরা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী নির্বাচন নিয়ে তাদের কোনো ভালো পরামর্শ থাকলে আমরা ভেবে দেখব। তবে, সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই।’
বিএনপির ক্ষমতাকালের কথা টেনে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘তাদের আমলে ভোটার তালিকায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল। সেটি আমরা দূর করেছি। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এনেছি।’
নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। প্রতিটি মুহূর্ত সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। ’
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬০ বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা দেন। এ সময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ ও সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।