বিচারপতি আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন
শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি ও সাবেক আইন সচিব মো. আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় হবিগঞ্জের চুনারুঘাট ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নিজ গ্রাম আইতন জামে মসজিদের সামনে বাদ জোহর মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মো. আব্দুল হাইয়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজায় অংশ নেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার মো. আরিফুল হাই রাজীব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন মো. আব্দুল হাই। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী, আইন সচিব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিচারপতি মো. আব্দুল হাই ১৯৪২ সালে হবিগঞ্জের চুনারুঘাটের আইতন গ্রামে জন্মগ্রহণ করেন।