বিজয়ের ৪৮ বছর পরেও আমরা পরাধীন : খোকন
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘বিজয়ের ৪৮ বছর পরেও আমরা আজ পরাধীন, বাক স্বাধীনতা নাই, দেশে আজ গণতন্ত্র নাই, সভা করার অনুমতি নাই এবং জনগণের ভোটের অধিকার নাই। সবকিছু আজ ভুলুণ্ঠিত। গায়ের জোরে সরকার ক্ষমতায় রয়েছে।’
নরসিংদী জেলা বিএনপির সভাপতি আরো বলেন, ‘বিজয়ের এই দিনের শপথ নিতে হবে, রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে।’
নরসিংদী জেলা বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন এসব কথা বলেন। আজ সোমবার বিকেলে জেলা বিএনপির অস্থায়ী চিনিশপুর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার।
এতে আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু ছালেক, মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম জিনুক খান, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন ভুইয়া, সহ-সভাপতি শাহেন শাহ শানু প্রমুখ।
এ সময় জেলা বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।