বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড : জাতীয় গ্রিডে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন শাহজীবাজারে পিডিবির ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে জাতীয় গ্রিডে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। চার কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার ও অক্সিলারি ট্রান্সফরমার পুড়ে গেছে।
হবিগঞ্জের জেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।